Logo

আন্তর্জাতিক    >>   বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক বসানোর অঙ্গীকার ট্রাম্পের, ১৬ নোবেলজয়ী অর্থনীতিবিদের উদ্বেগ

বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক বসানোর অঙ্গীকার ট্রাম্পের, ১৬ নোবেলজয়ী অর্থনীতিবিদের উদ্বেগ

বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক বসানোর অঙ্গীকার ট্রাম্পের, ১৬ নোবেলজয়ী অর্থনীতিবিদের উদ্বেগ

নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
তারা বলেন, আমরা মনে করি ট্রাম্প দ্বিতীয়বারের জন্য এলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হব।
বলা হয়েছে, ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর অনেক শুল্ক আরোপ করতে চান। ফলে মার্কিন ক্রেতারা কেনেন এমন অনেক পণ্যের দাম বেড়ে যাবে।

বিবৃতিতে সই করা অর্থনীতিবিদদের মধ্যে আছেন ২০০১ সালের নোবেলজয়ী জোসেফ স্টিগলিজ ও ২০১৫ সালের বিজয়ী স্যার অ্যাঙ্গাস ডিটন।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে।

ট্রাম্প বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক বসানোর অঙ্গীকার করেছেন। চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্ক বসানো হতে পারে। অনেক মার্কিনি মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন। বর্তমানে মূল্যস্ফীতি অনেক কমে এসেছে। তবে ট্রাম্পের কারণে এটি আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন, ডয়েচে ভেলে





P.S 220 Winter concert

P.S 220 Winter concert